স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৃন্দাবন কলেজের সামনে তুচ্ছ ঘটনা নিয়ে দু’দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক পাগলসহ ১৫জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্টেডিয়ামে ফুটবল খেলার সময় বহুলা গ্রামের শাকিবের সাথে রিচি গ্রামের আলমগীরের সাথে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে খেলা শেষে উল্লেখিত স্থানে পৌছলে উভয়পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহত শাকিব (১৯), আলমগীর (২০), বহুলা গ্রামের তোফায়েল (১৮), আলীম (১৮), কোর্ট স্টেশন এলাকার মুন্না (২১) ও এক অজ্ঞাত পাগলকে (২৫) হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com