স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। রবিবার বিকেলে জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৪র্থ বৈঠকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় তাকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়। শুভেচ্ছা জানানোর সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এনামুল হক এমপি, মোঃ হাসিবুর রহমান স্বপন এমপি, রেজওয়ান আহম্মদ তৌফিক এমপি, মোঃ ছলিম উদ্দীন তরফদার এমপি ও বেগম রাবেয়া আলীম এমপি।
সভায় তৃতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ, একই বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) প্রকল্পের কার্যক্রম সরেজমিন পরিদর্শন সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন, বিআরটিএর সার্বিক কার্যক্রম, ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com