শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম, এই স্লোগানে মুখরিত হয়ে উঠে দক্ষিণাচরণ হাই স্কুল মাঠ
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩০ বছর পূর্তি ৫ দিনব্যাপী অনুষ্ঠানের শনিবার ছিল শেষ দিন। শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম, এই স্লোগানে মুখরিত হয়ে উঠে চুনারুঘাট দক্ষিণাচরণ হাই স্কুল মাঠ। শৈত্য প্রবাহের তীব্রশীত উপেক্ষা করে হাজার হাজার সংস্কৃতি প্রেমী মানুষের আগমন শেষ পর্ব অনুষ্ঠানের উদ্বোধক ঝুনা চৌধুরীসহ সকলকে অবাক করে ফেলে। বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, ৩০বছর ধরে চলে আসা সংস্কৃতি উৎসব নিঃসন্দেহে দেশ বিদেশের সাহিত্য সংস্কৃতি চর্চার বিশাল ভূমিকা রেখে আসছে। আমি সাহিত্য সংস্কৃতি পরিষদের মঙ্গল কামনা করি। দেশ বিদেশের অনেক জায়গায় আমি গ্রুপ থিয়েটারের কাজ করেছি কিন্তু চুনারুঘাটের এই বিশাল আয়োজনের ন্যায় কোথাও এরকম পারফমেন্স দেখিনি। জীবন সংকেত, গনসুর শিলচর ভারতের নাটক ছির উল্লেখযোগ্য। এছাড়া নিশীথা বড়–য়া, অঞ্জনা সরকার মনির গান মাতিয়ে পুরো মাঠ। নিশীতা বড়–য়া গানের ফাঁকে ফাঁকে শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম আওয়াজে মুখরিত করে তুলেন। সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রযোজনায় নৃত্য ও গানের আয়োজন করা হয়। পরিশেষে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল ভারতের ৪টি রাজ্যের সাংস্কৃতিক সংগঠন দেশ বিদেশের খ্যাতনামা সাংবাদিক, বুদ্ধিজীবীগণ, আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সভাপতি সালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com