স্টাফ রিপোর্টার ॥ নবম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে হবিগঞ্জ আওয়ামী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন এমপি আবু জাহির ও অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ প্রেসিডিয়াম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রাণ তৃণমূলের নেতাকর্মীরা। প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গতিশীল রাখতে হবে। আওয়ামী লীগ জনগণের আস্থা, বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই বার বার জনগণের ভোটে আমরা ক্ষমতায় আসতে পেরেছি। অতএব নেতাকর্মীদেরকে জনগণের আস্থা ও বিশ্বাসের মধ্যে থেকেই কাজ করতে হবে।
এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ তথা আওয়ামী পরিবারের পক্ষ থেকে আমরা তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com