সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে পেশাদার মাদক ব্যবসায়ী কেসলু মিয়াকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেফতারকৃত কেসলু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের তাজুল ইসলামের পুত্র।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার ৭টা ৪০ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের দিকনির্দেশনায় লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গুনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী কেসলু মিয়াকে (৪৫) গুনিপুর থেকে ধরমন্ডলগামী রাস্তার ব্রীজের উপর থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন- আসামী কেসলু মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও বিজয়নগর থানায় একাধিক মামলা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com