স্টাফ রিপোর্টার ॥ সম্প্রসারিত বিট পুলিশিং এর আওতায় হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাঙ্গা, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ইভটিজিং প্রতিরোধ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুরি, ডাকাতি একটি সমাজিক অবক্ষয়। চুরি, ডাকাতি রোধে সবার আগে প্রয়োজন সামাজিক সচেতনতা। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস রুখতে পারবো। তাই সমাজ থেকে এটি বিতাড়িত করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সমাজের খারাপ লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাজে খারাপ লোকদের চিহ্নিত করে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। অপরাধ রুখতে যেমন সমাজের সর্বস্তরের লোকদের একসাথে কাজ করতে হবে ঠিক তেমনি পুলিশকে সহায়তা করতে হবে। পুলিশের সঙ্গে একসাথে কাজ করতে হবে। সামাজিক অপরাধ রুখতে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিংও সামাজিক ব্যাধি। যা সমাজকে কলুষিত করে। এসব ব্যাধি রুখতে সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
বিট পুলিশিং সভায় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com