স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ সাবেক পৌর কাউন্সিলর বেনু রায় ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বেনু রায় (৫৩) এবং পশ্চিম মাধবপুর হাজী বাড়ির দিল্লর আলীর ছেলে আলী আজগর (৪০)। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান- শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পৌরশহরের নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ উল্লেখিত ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com