এসএম সুরুজ আলী ॥ আর দাঙ্গায় জড়াবেন না বলে শপথ করেছেন বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামবাসী। গতকাল শনিবার পৈলারকান্দি বাজারে দাঙ্গা, মাদক, জঙ্গী, সন্ত্রাস রোধকল্পে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গ্রামবাসী দেশীয় অস্ত্র জমা দিয়ে এ শপথ করেন। সভায় গ্রামবাসী বলেন- গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের কারণে গ্রামে হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে। হত্যাকান্ডে অনেক মা-বাবার বুক খালি হয়েছে, তেমনি সন্তানরা বাবাকে হারিয়েছেন। স্ত্রী স্বামীকে আর বোন হারিয়েছেন ভাইকে। শুধু তাই নয়, সংঘর্ষের কারণে মামলা মোকদ্দমায় জড়িয়ে গ্রামবাসী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। একে অন্যের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে দেখলেই শত্রু মনে করে অনেকটা বাকা পথে চলাচল করতেন। পুলিশের এ উদ্যোগে গ্রামবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হবে। এ জন্য তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন- সভ্য সমাজের কারো জন্য দাঙ্গা কাম্য নয়। প্রত্যেক মানুষকে একে অন্যের সাথে সম্পর্ক বজায় রাখা উচিত। কেউ খারাপ পথে চলে গেলে তাকে ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন- দাঙ্গা, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম বলেন- অস্ত্র জমাদানের মাধ্যমে গ্রামের প্রতিটি মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে বলে আমি আশাবাদী। যারা অস্ত্র স্বেচ্ছায় জমা দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং যারা অস্ত্র জমা দেননি তাদের স্বেচ্ছায় অস্ত্র জমা দেয়ার জন্য আহ্বান জানান। তা না হলে পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করবে। অভিযান চলাকালে কারো বাড়িতে দেশীয় অস্ত্র পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন সামন্তের সভাপতিত্বে এবং বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মানসুরা আক্তার, সহকারি পুলিশ সুপার তৃপ্তি মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান খোয়াজ আলী, সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধ্রুবেশ চক্রবতী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, অ্যাডভোকেট আশরাদ মিয়া, পৈলারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ধনু মিয়া প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের কাছে ঘরে থাকা দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com