জাতীয় গীতা প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৬ জন অসাধারণ সাফল্য অর্জন করেছে। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কর্মসূচি অনুসারে বিভাগীয় পর্যায়ে ৪টি জেলার ও সিলেট মহানগরসহ ৪৫ জন প্রতিযোগী গীতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৯ জন জয়লাভ করে। জয়ীদের মধ্যে হবিগঞ্জের ছয় জন রয়েছেন।
প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে অশোক রায় মঙ্গল, দেবাঞ্জন ভট্টাচার্য বাপু, বিশ্বজিৎ বণিক চন্দন, পিন্টু আচার্য্য, রজত রায়, বনবিহারি রায়, সুজিত পাল, বিদ্যা ভূষণ পাল, সঞ্জয় দাস, কেশব মিত্র, কৌশিক আচার্য্য পায়েল ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, উক্ত গীতা প্রতিযোগিতায় বিচারক মন্ডলীতে উপস্থিত ছিলেন প্রমথ সরকার। হবিগঞ্জের ৬ বিজয়ী আগামী ২৬ ডিসেম্বর ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
প্রতিযোগীরা হলেন- খ গ্রুপে ১ম পুষ্পিতা দাস, ২য় পলাশ দাস, ৩য় সূচনা রাণী দেব, গ গ্রুপে ১ম রিম্পি দত্ত, ২য় মুন্নি দেব ও ৩য় বৃষ্টি রাণী দাস। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com