স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাঁওয়ে রুহেল মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। রবিবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে স্থানীয় প্রাইমারী স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র। গতকাল ওই সময়ে সে নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। দুর্ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com