এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে দোকান পরিচালনা করার অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৫শ টাকা করে ১হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের নির্মিত দোকান উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সম্প্রতি এসব জায়গার অবৈধ স্থাপনা প্রশাসন উচ্ছেদ করে। কিন্তু উচ্ছেদের কিছুদিন যেতে না যেতেই ওই দুই ব্যবসায়ী জায়গাগুলো পুনরায় দখলে নেয়ার চেষ্টা চালায়। এ খবর পেয়েই সেখানে গিয়ে তাদের উচ্ছেদ করে দেয়া হয় এবং জরিমানা করা হয়। অপরদিকে শহরের কোর্ট স্টেশন এলাকায় এক মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইভটিজিং করার অপরাধে দু’জনকে ১হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। এছাড়াও বিভিন্ন রাস্তায় অবৈধভাবে দখল করে দোকানের মালামাল রাখা মালিকগণকে সতর্ক করা হয় এবং পরবর্তীতে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। পাশাপাশি ভ্রাম্যমান আদালত প্রত্যেক দোকানীকে তার আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে দোকানে আবর্জনার ঝুড়ি রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পুলিশ সদস্যসহ পেশকার নূর মোহাম্মদ।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা জানান- জনকল্যাণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।