এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত জেলা করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি হবিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি শহরের যানজট নিরসন, ময়লা আবর্জনার ডাম্পিং স্টেশন স্থাপনে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন- দীর্ঘদিন পর হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। এই সম্মেলনকে ঘিরে কেউ যেন কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সাথে সারাদেশে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। হবিগঞ্জও এর ব্যতিক্রম নয়। সকল ক্ষেত্রেই আমরা এই জেলাকে এগিয়ে নিয়েছি। তবে মনে রাখতে হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের যে যার জায়গায় থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। বরাবরই আমরা জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছি। অন্যান্য জেলার তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে হবিগঞ্জ সারাদেশে রোল মডেল। তবে পরিস্থিতি অস্বাভাবিক করতে কিছু লোক ওৎ পেতে থাকে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু উন্নয়নের স্বার্থে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় আরো বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মর্জিনা খাতুন, উপজেলা চেয়ারম্যান যথাক্রমে মর্তুজা হাসান, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ফজলুল হক চৌধুরী সেলিম, সৈয়দ মোঃ শাহজাহান, সৈয়দ খলিলুর রহমানসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
হবিগঞ্জকে মাদকমুক্ত জেলা হিসেবে দেখতে চান এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com