স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন রোববার সন্ধ্যায় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় অফিসার ইনচার্জ বলেন পুলিশ ও সাংবাদিকদের সমন্বয়েই মাধবপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। সাংবাদিকরা বলেন, মাধবপুরে মাদকের একটা ভয়াবহতা রয়েছে। এগুলো থেকেই নানান অপরাধের সৃষ্টি। এছাড়া ছাতিয়াইন রোডে সড়ক ডাকাতি প্রতিরোধ করতে অফিসার ইনচার্জের প্রতি আহ্বান জানান সাংবাদিকরা। সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর, সাংবাদিক সাব্বির হাসান, রোকনউদ্দিন লস্কর, জামাল মোঃ আবু নাছের, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, শংকর পাল প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com