স্টাফ রিপোর্টার ॥ নেপালের পোকারায় অনুষ্ঠিত ১৩তম সাফ গেমস এ গতকাল বাংলাদেশকে আরেকটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছে হবিগঞ্জের কৃতি খেলোয়াড় মোহাম্মদ আব্দুল্লা আল মোমিন। তিনি ভারউত্তোলন প্রতিযোগিতায় ১০৯ কেজি ওজন শ্রেণীতে এই পদক অর্জন করেন। এই ইভেন্টে পাকিস্তান স্বর্ণ ও নেপাল রৌপ্য পদক লাভ করে।
মোমিন বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়। এবার নিয়ে সে তিনবার সাফ গেমস এ অংশ নেয়। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত ১১তম সাফ গেমসেও সে ব্রোঞ্জ পদক পেয়েছিল। ২০১৬ সালে ভারতের গোয়াহাটিতে ১২তম সাফ গেমসে সে ৪র্থ স্থান অর্জন করে। সাফ গেমস এর বাহিরেও সে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে দেশকে পদক এনে দেয়।
মোমিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জগৎপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম আবুল ফজল ছিলেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও শায়েস্তানগর টাউন মসজিদের খতিব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com