হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ হবিগঞ্জের বিশিষ্ট আলেম আল্লামা হাফেজ তাফাজ্জুল হকের পুত্র উমেদনগর টাইটেল মাদ্রাসার মোহাদ্দিস হাফেজ মাওলানা তাফহীমুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। এদিকে মাওলানা তাফহীমুল হকের উপর হামলার ঘটনায় তার ভক্ত অনুসারীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ।
থানার জিডির সূত্রে জানা যায়, হাফেজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল করে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে তিনি ছোট বহুলা বড় বাড়িতে ইসলামের আলোকে আলোচনা শেষে রাত প্রায় সাড়ে ১২টায় নিজের গাড়ি (এক্সজিও ২০১৩ নং ঢাকা-মেট্রো-গ ৪২-১৪১৩) নিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি ফেরার পথে ছোট বহুলার আঃ নুর ওরপে কদু মিয়া এবং আরজু মিয়ার বাড়ির মধ্যবর্তী স্থানে আসামাত্র অজ্ঞাত দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। তারা তাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে ও শক্ত জিনিস দিয়ে গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় তিনি দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলাকালে তিনি গাড়ির ভেতরে থাকায় দুর্বৃত্তদের কবল থেকে রক্ষা পান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com