বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের বার্ষিক সাধারণ সভা ২০১৯ ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সানজিদ আহমেদ সিয়াম। সভায় আজীবন সদস্যদের মধ্যে মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ইউনিটের সদস্যরা। এরপর ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করলে সভায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। এছাড়াও তিনি ইউনিটের বাস্তবায়িত বার্ষিক প্রতিবেদন-২০১৯ উপস্থাপন, পূর্ববর্তী বছরের অডিট রিপোর্ট পেশ এবং ২০১৯ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থান করলে সর্বসম্মতিক্রমে সেগুলোও সভায় অনুমোদিত হয়। পরে প্রধান নির্বাচন কমিশানার মোঃ জামাল মিয়া অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করলে সভায় উপস্থিত সকল সদস্য হাত তুলে তাদের সমর্থন জানান।
সভায় হবিগঞ্জ ইউনিটের কার্যক্রমকে আরও বেগবান করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট-এর ভাইস চেয়ারম্যান শফিকুল বারী আওয়াল, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট শিবলী খায়ের, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, শফিকুজ্জামান হিরাজ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, আজীবন সদস্য ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, হবিগঞ্জ সদর মডেল থানার এস আই খোরশেদ আলী, আজীবন সদস্য অ্যাডভোকেট তুরাব আলী খন্দকার, মোঃ জমরুত আলী, মোঃ জামাল আহমেদ, অনুপ কুমার দেব মনা, প্রশান্ত কুমার দাস, শেখ মোঃ শাহ আলম, মোঃ ফজলুর রহমান খান, মিসেস তাহেরা চৌধুরী, অ্যাডভোকেট হাবিবুর রহমান চৌধুরী, সৈয়দ শাহ দরাজ, পংকজ কান্তি দাস পল্লব, আশীষ কুমার কুরি প্রমূখ। বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র ইউনিটের জুনিয়র সহকারী পরিচালক শফিউল আলম খন্দকার। পরিশেষে সভাপতির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান। প্রেস বিজ্ঞপ্তি