স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে গরীব, দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সমাজ উন্নয়ন সংস্থা দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। শনিবার বিকেলে বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী ইকবাল। স্কুলের গভর্নিং বডির সভাপতি মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক কৃপেন্দ্র দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউদ্দীন, অ্যাডভোকেট মাহফুজুর রহমান খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার প্রমূখ।
উল্লেখ্য, হবিগঞ্জ সমাজ উন্নয়ন সংস্থা মাসের প্রথম শনিবার কাগাপাশার চানপুর গ্রামে বিনামূল্যে চিকিৎস্যা ক্যাম্প পরিচালনার পাশাপাশি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com