স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য শফিকুল আলম চৌধুরীর মাতা আলহাজ¦ আমিনা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। শনিবার ভোর ৪টায় তিনি শহরের পুরানমুন্সেফি এলাকার নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। বাদ জোহর সওদাগর জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর নিজ বাড়ি বানিয়াচং উপজেলার মকা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য রিংকু, যুগ্ম সম্পাদক নূরুজ্জামান ভূঁইয়া মামুন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com