নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যাগে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর নুরের সভাপতিত্বে এবং ইউনিয়ন সমাজকর্মী সুষেন্দ্র চন্দ্র দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদ বিন হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। বক্তব্য রাখেন ইউনিয়ন সমাজকর্মী চিত্ত ভুষন দাশ, কারিগরী প্রশিক্ষক সৈয়দ আহমদ প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com