স্টাফ রিপোর্টার ॥ নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুরবিতন মিলনায়তনে এ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এবং নজরুল একাডেমী সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় সংগীত সন্ধ্যায় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। সংগীত সন্ধ্যায় হবিগঞ্জ সুরবিতানের শিল্পীরা মনোমুগ্ধ পরিবেশনা কবি নজরুল ইসলামের গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ শাহীন মিয়া, ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজগর আলী, অ্যাডভোকেট মনোয়ার আলী, মনমোহন দেবনাথ, আনোয়ার হোসেন চৌধুরী, হারুনুর রশিদ চুন্নু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জাহির মিয়া প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ। অনুষ্ঠানে বক্তারা বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন আমাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবনী সম্পর্কে তুলে ধরতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com