মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জের নবীগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে মারুফা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর গ্রামের মহসিন আলীর শিশু কন্যা মারুফা আক্তার বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এসময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে মারুফার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। মারুফাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com