হবিগঞ্জ ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সভা
হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় হবিগঞ্জ লন টেনিস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোতাব্বির হোসেন। সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন পিয়ারা, হুমায়ুন কবীর, দুলু মিয়া, আব্দুল মুহিত, মামুনুর রশিদ, হাজী দুলাল, মোঃ কাউছার চৌধুরী, শাহীন মিয়া, কামরুল চৌধুরী প্রমূখ।
সভায় সম্প্রতি মৃত্যুবরণকারী দুইজন ব্রিক ফিল্ড মালিকের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এছাড়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সমিতির সদস্য আব্দুল মুহিতকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও সকল ব্রিক ফিল্ডে দ্রুত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com