স্টাফ রিপোর্টার ॥ কোটি কোটি টাকায় যন্ত্রপাতি কেনার নামে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে অনিয়ম-দুর্নীতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ ও সত্যতা যাচাইকল্পে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বৃহস্পতিবার দুপুরে দুদক নিয়ন্ত্রিত হবিগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানের সাথে মতবিনিময় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দুদক সহকারী পরিচালক মোঃ এরশাদ মিয়া। আলোচনায় অংশ নেন জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের, সহ-সভাপতি ডাঃ জমির আলী, দুপ্রক সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী তকাম্মুল হোসেন কামাল, সদস্য অ্যাডভোকেট মোঃ সামছুল হক, এসএম মহসিন চৌধুরী, অ্যাডভোকেট খায়রুল আলম খোকন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপ্রক নেতৃবৃন্দ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবু সুফিয়ানসহ দোষীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে দুদক ইতোমধ্যে তদন্ত শুরু করায় স্বাগত জানান এবং প্রকৃত সত্য উদঘাটন ও পরবর্তী পদক্ষেপ নেয়ার স্বার্থে এই তদন্ত যাতে মাঝ পথে থমকে না যায় সেদিকেও আন্তরিকভাবে কাজ করার জন্য জেলা দুদকের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানের প্রতি আহবান জানিয়েছেন। এসময় উপ-পরিচালক কামরুজ্জামান দুপ্রক নেতৃবৃন্দকে জানান, ইতোমধ্যে তারা প্রাথমিক তদন্ত প্রতিবেদন ঢাকায় দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছেন। পরবর্তী নির্দেশনা আসলে আবারও এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
শেখ হাসিনা মেডিকেল কলেজের দুর্নীতির তদন্ত বিষয়ে দুদকের সাথে দুপ্রকের মতবিনিময়
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com