স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে এক কৃষকের লাউয়ের জমি বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের স্বপ্ন পুড়ে গেছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই গ্রামের গিয়াস উদ্দিনের ২২ শতক জমির লাউ গাছগুলো কেটে ফেলে।
কৃষক গিয়াস উদ্দিন জানান, শনিবার সকালে জমিতে গিয়ে দেখতে পান ২২ শতক জমির ফলন্ত লাউ গাছগুলো কে বা কারা কেটে ফেলেছে। এতে তার ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি, খুবই দুঃখজনক। কৃষককে বলেছি অভিযোগ দিতে। অভিযোগ দিলে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com