স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশিদ জানান- শনিবার সকালে ধর্মঘর বিওপির সুবেদার আবু বক্করের নেতৃত্বে বিজিবি’র টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com