স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ প্রার্থী নিজেদের জীবন বৃত্তান্ত বা মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির কাছে। গতকাল শনিবার প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দেন। যারা নির্বাচন পরিচালনা কমিটির কাছে সভাপতি পদের জন্য যারা জীবন বৃত্তান্ত দাখিল করেছেন তাঁরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও অ্যাডভোকেট ফজলে আলী। সাধারণ সম্পাদক পদের জন্য জীবন বৃত্তান্ত দাখিল করেছেন চৌধুরী আবুবকর সিদ্দিকী। যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য যারা জীবন বৃত্তান্ত দাখিল করেছেন তাঁরা হলেন- আলমগীর খান সাদেক ও অনুপ কুমার দেব মনা। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হুমায়ূন কবির সৈকত।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী জানান, আজ রবিবার প্রার্থীদের জীবন বৃত্তান্ত বা মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়ন দাখিলের পরই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন পরিচালনা কমিটি আগামী ৬ ডিসেম্বর বিভিন্ন উপজেলা থেকে কাউন্সিলরদের তালিকা আমাদের কাছে জমা দেবেন। কাউন্সিলরদের তালিকা পাওয়ার পর আমরা জানিয়ে দেবো এবার কাউন্সিলর সংখ্যা। তিনি আরো বলেন, ৮টি পদে যথাক্রমে একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক, তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক ও তিন জন সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করি অন্য বারের ন্যায় এবারও নির্বাচনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে।
আজ রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com