স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুরে বিয়ের প্রলোভন দিয়ে ষোড়শী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের দিনমজুর দরবেশ আলীর কন্যা।
অভিযোগে জানা যায়, ওই কিশোরীর সাথে প্রতিবেশী বশির মিয়ার পুত্র সাজু মিয়ার (২৫) এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুবাদে বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটিকে বিভিন্ন উদ্যানে ও আত্মীয়ের বাড়িয়ে নিয়ে ধর্ষণ করত। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মেয়েটির মা জানান, সর্বশেষ গত বুধবার সকালে মেয়েটিকে ঘুরতে নিয়ে যাবার কথা বলে সাতছড়ি নিয়ে ধর্ষণ করে। সারাদিন খোঁজাখুজির পর সন্ধ্যায় সে বাড়িতে ফিরে এসে ধর্ষণের কথা জানায়। এসব তথ্য জানার পর তারা সাজুর পরিবারে বিয়ের প্রস্তাব দিলে সে প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তখন কোন উপায়ন্তর না পেয়ে মেয়েটি সদর হাসাপাতালে ভর্তি হয়।
এ ব্যাপারে সদর থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, আপাতত চিকিৎসার জন্য মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি নেয়া হয়েছে। পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com