স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিজের জীবনবৃত্তান্ত বা মনোনয়নপত্র জমা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা। তিনি গতকাল নির্বাচন পরিচালনা কমিটির কাছে তাঁর জীবন বৃত্তান্ত জমা দেন। আওয়ামী লীগ নেতা অনুপ কুমার দেব মনা জানান, ১৯৭৯ সালে স্কুলে লেখাপড়া অবস্থায় তিনি আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন। এরপর তিনি ছাত্রলীগ ও যুবলীগ করেছেন। পরবর্তীতে ১৯৯৭ সাল থেকে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে দপ্তর ও বর্তমানে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি শহীদ শাহ এএমএস কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ নেতা অনুপ কুমার দেব মনা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি আওয়ামী লীগের রাজনীতি করি। দীর্ঘ ৪০ বছর ধরে আমি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছি। এবারের কাউন্সিলে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে সকলের দোয়া, আশির্বাদ, ভোট কামনা করছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com