স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজে ছাত্রীদের উত্ত্যক্ত করাকালে বখাটেকে বাধা দেয়ায় কলেজের ভাইস প্রিন্সিপাল শামছুজ্জামান খান ও ক্রীড়া শিক্ষক জাকারিয়া চৌধুরীকে লাঞ্ছিত করেছে বখাটেরা। বখাটেদের এহেন আচরণে শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনার পর কলেজের গভর্নিং বোর্ডের জরুরী সভায় ওই বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সায়েম আহমেদসহ কয়েক যুবক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীদের কমনরুমের কাছে গিয়ে মোবাইলে ছবি তোলার চেষ্টা করলে ওই কলেজের ভাইস প্রিন্সিপাল শামছুজ্জামান খান প্রতিবাদ করেন। এ সময় বখাটেরা তার উপর চড়াও হয়ে আক্রমণ করে। তখন কলেজের ক্রীড়া শিক্ষক জাকারিয়া চৌধুরী এগিয়ে আসলে বখাটেরা তার উপরও আক্রমণ করে। পরে কলেজের শিক্ষার্থীরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। এদিকে বিকেল ৩টায় বখাটে সায়েমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য কলেজের গভর্নিং বোর্ডের জরুরী সভা আহবান করা হয়। সভায় ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও ওই বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
কলেজের অধ্যক্ষ শফিউজ্জামান খান জানান, সায়েম ইতিপূর্বে কলেজের ছাত্র ছিল। গতকাল ওই সময়ে ২/৩ জন যুবক নিয়ে দেতলায় উঠে মেয়েদের কমনরুমে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভাইস প্রিন্সিপাল বাধা দিলে তার সাথে অসদাচরণ করে।
বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন, বিষয়টি জানার সাথে সাথে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্তদের ধরা সম্ভব হয়নি। তাছাড়া এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।