স্টাফ রিপোর্টার ॥ অবশেষে সৌদি আরবে নির্যাতন থেকে দেশে ফিরেছে আজমিরীগঞ্জের হুসনা আক্তার (২৪)। সে আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের দিনমজুর মুজিবুর রহমানের কন্যা ও পাশ^বর্তী নেত্রকোনা জেলার খাটকাই ইউনিয়নের শফি উল্লার স্ত্রী। প্রবাসী হুসনার স্বামী শফি উল্লাহ জানান, গতকাল রাত ১১টায় সৌদি এয়ারলাইন্স (এসবি ৮০৪) এর বিমানযোগে সৌদির রিয়াদ থেকে দেশে পাঠানো হয়েছে হুসনাকে। ঢাকার বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের পরিচালকের মোবাইল কল পেয়ে তিনি ঢাকা যান স্ত্রীকে আনতে।
ব্র্যাকের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন জানান, বুধবার রাত ১১টায় দেশে ফিরেছেন সৌদিতে নির্যাতনের শিকার হবিগঞ্জের মেয়ে হুসনা আক্তার। প্রসঙ্গত, অর্থ উপার্জনের স্বপ্ন নিয়ে সৌদি প্রবাসে গিয়ে আরবি আব্বাদের যৌন নির্যাতনের শিকার হন হুসনা। প্রতিনিয়িতই তাকে একটি বদ্ধ রুমে রেখে যৌন নির্যাতন করা হত। পরে কৌশলে এক ভিডিওবার্তার মাধ্যমে তার স্বামীকে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি জানায় সে। তার ভিডিওবার্তা ও স্বামীর অভিযোগের প্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হুসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল শ্রমকল্যাণ উইং হুসনাকে উদ্ধার করে সেইফহোমে নিয়ে যায়। সেইফহোমে নেওয়ার পর তাকে দেশে পাঠানো হয়।