নাছিরনগর-ছাতিয়াইন সড়কে ডাকাতি

স্টাফ রির্পোটার ॥ মাধবপুরের ছাতিয়াইন-নাছিরনগর সড়কের শিমুলঘর-ছাতিয়াইনের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ সালেহ আহাম্মদ মামুন, বিশেষ বক্তা মোঃ মোশারফ হোসেন হেলালীসহ প্রায় ২০ যাত্রীর নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ডাকাতির শিকার হাফেজ মওলানা জুন্নুন আহাম্মদ ও ইউপি সদস্য শেখ হাবিবুর রহমান জানান- মঙ্গলবার রাত প্রায় ১১ থেকে ২টা পর্যন্ত ওই সড়কের ছাতিয়াইন-শিমুলঘর এর মধ্যবর্তী ফাঁকা স্থানে ডাকাতরা মাইক্রোবাস ও মোটর সাইকেল আটকিয়ে পীর সাহেব, হেলালী হুজুর, হাফেজ শেখ আতিকুর রহমান, সোহাগ লস্কর, মাওলানা কাজী জুনায়েদ আহাম্মদ, শেখ শরীফ উদ্দিন, মোঃ সাচ্চু মিয়া, মোঃ নুরুল ইসলামসহ অনেকেই আটকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় হেলালী হুজুরের মাইক্রোবাস ও মোটর সাইকেল ডাকাতরা ভাংচুর করে আতংক সৃষ্টি করে। খবর পেয়ে খান্দুরা গ্রামের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামালের পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান লোকজন নিয়ে রাত প্রায় ৩টার দিকে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করেন। খবর পেয়ে বুধবার সকালে হবিগঞ্জে সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ নাজিমউদ্দিন ও ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।