মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টায় নবীগঞ্জের আউশকান্দি জামালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার আউশকান্দি জামালপুর নামক স্থানে পৌঁছলে হঠাৎ একটি গরু রাস্তার মাঝখানে থেকে একটা গরু চলে আসে। এতে করে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি উল্টে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন শাল্লা জগন্নাথপুর থানার কাদিরগঞ্জ গ্রামের মৃত হামিম মিয়ার ছেলে সাবাজ মিয়া (৩৩), আজমিরীগঞ্জ গ্রামের জগল সরকারের ছেলে সুহেল সরকার (২২), পাহাড়পুর গ্রামের জনতা রাণী সরকার (২১), বানিয়াচং থানার দৌলতপুর গ্রামের ওয়াহীদ মিয়া (২০)। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com