বর্তমানে নারী ও শিশুদের উপর যৌন সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। যার থেকে নিস্তার পাচ্ছে না শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত। এই ঘটনার নির্মমতার বাংলাদেশের মানুষ শংকিত ও আতঙ্কিত হয়ে পড়েছে। চলতি বছরের গত দশ মাসে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারী ধর্ষণের শিকার হয়েছেন ১২৫৩ জন এবং তার সাথে শিশু ধর্ষণের শিকার হয়েছে ৭৬৭ জন যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ৯টি সংবাদপত্র, আইন ও সালিশ কেন্দ্র ও মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক সংগৃহিত তথ্যের মাধ্যমে উঠে আসে এই সব তথ্য। এই বর্তমান অবস্থার আশু সমাধানে সারা বাংলাদেশে বিভিন্ন এনজিও, ফোরাম, প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। যার মধ্যে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা অন্যতম। গতকাল আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও শিশু ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা শীর্ষক প্রতিবাদ র্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে নারী ও বালিকা নিরাপত্তা কর্মসূচির আওতার বিভিন্ন গ্রাম থেকে নানা বয়সের বালিকারা সচেতনতামূলক অনুষ্ঠানে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। এই আয়োজনের শুরুতেই উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী বালিকাগণ এবং নারী ও বালিকাদের নিরাপত্তা প্রকল্পের সকল স্টাফগণদের নিয়ে প্রতিবাদ র্যালি করা হয়। র্যালি শেষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন মোঃ আরেফ আলী মন্ডল আরিফ, প্রকল্প সমন্বয়কারী, নারী ও বালিকা নিরাপত্তা প্রকল্প। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। তিনি প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর একে একে অতিথিবৃন্দগণ নিজ নিজ মতামত প্রকাশ করেন। আরো মতামত প্রকাশ করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সিনিয়র ফিল্ড মনিটর মোহাম্মদ শামীম মহসিন, ফিনান্স এন্ড এডমিন অফিসার দিলোয়ার হোসেন, নারী ও বালিকা নিরাপত্তা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সৈয়দ রেজাউল করিম রিয়াজ, প্রকল্প কর্মকর্তা চৌধুরী জাবের আল-পারভেজ, প্রকল্প সহায়ক সাবিনা আক্তার, ডালিয়া আক্তার, শাকিরা আক্তার, শাকিরা খাতুন, মাজেদা আক্তার, প্রিয়াঙ্কা পাল, নাদিরা বেগম এবং রুবেল চন্দ্র দাস সহ সকল সহকর্মীবৃন্দ। সকলের মতবিনিময় শেষে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com