নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চৌকি গ্রামের বিশ্বিজত দাশ ও ভুবন দাশের আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নাম জপ, গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। স্বস্ত্যয়নী মধুসুদন চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং গোপেশ চন্দ্র দাশের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন এসপিআর শ্যামাপদ ভট্টাচার্য্য। এতে আলোচনা করেন যাজক রনজিত দাশ, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি স্বস্ত্যয়নী ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল, উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, যোগেন্দ্র দাশ প্রমুখ। অনুষ্ঠানে রাখাল চন্দ্র দাশ, বিধু ভুষন গোপ, ডাঃ নরেশ দাশ, রতিশ দাশ, কৃষ্ণ চক্রবর্ত্তীসহ গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com