বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে সাংবাদিকদের সাথে থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্তের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং থানায় আয়োজিত মতবিনিময় সভায় ওসি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মুল করতে হলে সাংবাদিকদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সাংবাদিক পুলিশকে সহযোগিতা করলে সমাজ থেকে সব ধরণের অপরাধ নির্মুল করা সম্ভব। যতদিন বানিয়াচঙ্গে আছি চুরি, ডাকাতি, গ্রাম্য দাঙ্গা, মদ, গাঁজা, জুয়া, ইয়াবাসহ সকল ধরণের অপরাধ নির্মুলে কাজ করে যাব। শুক্রবার রাতে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সহ-সভাপতি এম এ তাহের, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, প্রেসক্লাব সদস্য জাহেদ মিয়া, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, মানবজমিন পত্রিকার প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শেখ জোবায়ের জসিম প্রমুখ। সভায় সদ্য ওসি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত বানিয়াচং থানার সেকেন্ড অফিসার হুমায়ুন কবিরকে বিদায় জানানো হয়।
উল্লেখ্য, ওসি রঞ্জন কুমার সামন্ত বানিয়াচং থানায় যোগদানের পর গত একমাসে সাজাপ্রাপ্ত, চুরি ডাকাতি ওয়ারেন্টভূক্ত সহ বিভিন্ন মামলার একশত একজন পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com