স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাদের হাত থেকে সাধারণ মানুষের পাশাপাশি বিচারকরাও রেহাই পাচ্ছেন না। গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের একজন সিনিয়র সহকারী জজ কুমিল্লা যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে পাহাড়িকা ট্রেনে উঠার সময়ে একদল ছিনতাইকারী তার মোবাইল ফোন ও ম্যানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি নিজেই শাহ আলম (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। তখন ওই ছিনতাইকারী চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। আটক শাহ আলম নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের নুর মিয়ার পুত্র। প্রতিদিন এই জংশন থেকে শত শত যাত্রী বিভিন্ন স্থানে আসা-যাওয়া করে আর ছিনতাইকারীরা দিনদুপুরে তাদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। মাঝে-মধ্যে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করলেও রহস্যজনক কারণে তারা আবার ছাড়া পেয়ে বাইরে চলে আসে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, আটক শাহ আলমকে চুরির মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আবেদন করা হবে।