নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুর পৌর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান দুলাল বৃহস্পতিবার রাত ৪ টা ৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল পাইলট উচ্চ বিদ্যালয়ে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে মরহুমের আত্মীয় স্বজন, ব্যবসায়ী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। জাপা নেতা মিজানুর রহমান দুলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সাবেক সভাপতি এসএম লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জালাল, ছাত্র সমাজ সভাপতি জুবায়েদ মিয়া, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- মরহুম মিজানুর রহমান দুলাল জাতীয় পার্টি ও পল্লীবন্ধু এরশাদের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে, তা আর পূরণ হবার নয়। নেতবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com