তাহমিনা বেগম গিনি
খবর খবর জবর খবর
সবার জানা আছে,
পিঁয়াজ নিয়ে তেলেসমাতি
চলছে হাটে বাটে।
বাপের জন্মে কেউ দেখেনি
পিঁয়াজের এত ঝাঁঝ,
কারো গালে হাত
মাথায় কারো বাজ।
সিন্ডিকেট কাকে বলে,
তোমরা জানো ভাই?
আমি বুঝি, সরকারের কি
কিছু করার নাই?
চলো সবাই পিঁয়াজ কিনি
হালি আর গন্ডায়,
অভ্যাস গড়ে তুলি
বিনা পিঁয়াজে রান্নায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com