স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বি-বাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে নবীগঞ্জ হাসপাতালে যান। তিনি গতরাতে নবীগঞ্জ হাসপাতালে তাদের দেখতে গেলে আহতরা সেই বিভীষিকাময় রাতের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় মিলাদ গাজী এমপি তাদের শান্তনা দেন এবং সরকারিভাবে সকল চিকিৎসা সহায়তা ও আর্থিক অনুদানের আশ্বাস দেন। এছাড়াও তাৎক্ষনিকভাবে নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর কাউন্সিলর এটিএম সালাম, নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com