নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর (চিচিংগা) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর নামক স্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কীটনাশকযুক্ত খাদ্য গ্রহনের ক্ষতিকর দিক, বিষমুক্ত উপায়ে ফসল উৎপাদনের বিভিন্ন পদ্ধতি ও সমাজের মানুষকে নিরাপদ খাদ্য সরবরাহের ব্যাপারে উপস্থিত সকল কৃষককে সচেতন করা হয়। মাঠে নিরাপদ পদ্ধতিতে কৃষকের উৎপন্ন সবজি প্রদর্শন করা হয়।
শতাধিক কৃষকের উপস্থিতিতে মাঠদিবস অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার এ, কে, এম মাকসুদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু দেব, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মিল্টন, মেহেদী হাসান, মোঃ মাহবুব আলম প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com