স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিথুন তাঁতীকে (২৭) আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প। আটককৃত মাদক ব্যবসায়ী সাতছড়ির (বাজার টিলা) মাধায় তাঁতীর ছেলে।
র্যাব সূত্র জানায়, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে হবিগঞ্জ জেলার চুনারুঘাটসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রি করে আসছে। র্যাব মাদক ব্যবসায়ীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। এ প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি টিম সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন মসজিদ মার্কেটের মোস্তাফা হোটেল এন্ড রেস্টুুরেন্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মিথুন তাঁতীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com