আশঙ্কাজনক অবস্থায় একজনকে সিলেট প্রেরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ধুলচাতল গ্রামে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে সোমবার বেলা ১টায় দু’দল লোকের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা, শিশুসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাদিক মিয়া (৫০) নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ১৬ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে ধুলচাতল গ্রামের আবু মুসার পুত্র জুবায়ের মিয়ার সাথে একই গ্রামের আব্দুল লতিফের ছেলে জাকিরের ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহত আবু মুসা (৫৫), তারেক আহমেদ (১৮), আবু ছাদ্দেক (১৫), আক্তার মিয়া (২৪), সৈয়দা বেগম (৪৫), আবু সামা (৫০), সাইফুর রহমান (১৯), মায়া বেগম (৪৫), আব্দুল লতিফ (৭০), সাজু বিবি (৫০), রমজান মিয়া (৩০), মুন্নি আকতার (৮), সাহেল মিযা (১৮), সালেয়া বেগম (৩৫), নেহার বিবি (৫০) ও জ্যোৎ¯œা বেগমকে (২৬) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।