নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সামারগাঁও গ্রামে পানিতে ডুবে ফারিয়া নামে ১৭ মাস বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, সামারগাঁও গ্রামের আব্দুল হোসেনের শিশু কন্যা ফারিয়া বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে ফারিয়াকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তার মা সেলিনা বেগম নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com