নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর থেকে ৪ বহিরাগত জুয়াড়িকে গ্রেফতারের জের ধরে সোমবার দুপুরে একদল লোকের রোষানলে পড়েছেন আব্দুল মুকিত মেম্বার। তাকে ঘেরাও করে হামলার পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি পালিয়ে এসে আত্মরক্ষা করেন। পরে হামলাকারীরা পিছু নিয়ে আশ্রিতার বাড়িতে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে গোপলার বাজার ফাঁড়ি পুলিশের এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে আটক করে। তারপর তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে তিন মাসের জেল জরিমানা করা হয়।
জানা গেছে, গতকাল সোমবার দন্ডিত জুয়াড়িদের সহযোগী প্রায় ২০ জনের একদল জুয়াড়ি মেম্বার আব্দুল মুকিতকে ধর্মনগর গ্রামে খবর দিয়ে নিয়ে যায়। সেখানে তারা আব্দুল মুকিতের উপর হামলার পরিকল্পনা করে। বিষয়টি টের পেয়ে মেম্বার আব্দুল মুকিত সেখান থেকে পালিয়ে আসলে তারা পিছু নেয়। খবর পেয়ে পুলিশ ও জনতা গিয়ে আব্দুল মুকিতকে উদ্ধার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com