নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সমকালের নবীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এম এ আহমদ আজাদের মা অলিমা বিবির কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিটফরিদপুর গ্রামে অলিমা বিবির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান, গোপলাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হক, পল্লী বিদ্যুৎ এর পরিচালক শফিউল আলম হেলাল, রোটারিয়ান শাহ মোস্তাকিন আলী প্রিন্স, সাংবাদিক মুরাদ আহমেদ, সরওয়ার সিকদার, সেলিম তালুকদার, নবীগঞ্জ বিশ্ব সংবাদ বিতানের স্বত্ত্বাধিকারী মোঃ মোশাহিদ আলী, সাবেক ইউপি সদস্য মাসুক মিয়া, ইউপি সদস্য বশির আহমদ ও আব্দুল মুকিত, বিশিষ্ট মুরুব্বি কনর মিয়া ও কাছন মিয়া, আউশকান্দি ইউপি কৃষক লীগের সভাপতি মহসিন আহমদ, শিক্ষক তজমুল আলী, ব্যবসায়ী খায়রুল আক্তার চৌধুরী জুয়েল, সাংবাদিক আলী হাছান লিটন, মুহিবুর রহমান চৌধুরী তছনু, সুলতান মাহমুদ, বুলবুল আহমেদ, ছনি চৌধুরী, শওকত আলী, নাবেদ মিয়া, সুমন আলী খান, উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, আলাল, সফিকুল ইসলাম নাহিদ, মহসিন চৌধুরী, সুহেল তাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
উল্লেখ্য, সাংবাদিক এম এ আহমদ আজাদের মা অলিমা বিবি (৭০) গত ১৬ অক্টোবর বেলা ২টায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com