চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক্সকেভেটর মেশিন আটক, ১ লাখ টাকা জরিমানা ও অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুনারুঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া খোয়াই নদী থেকে অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে এক্সকেভেটর মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করেন। এ সময় পশ্চিম পাকুড়িয়া অংশের খোয়াই মহালের পূর্বের ইজারাদার চুনারুঘাটের বালু ব্যবসায়ী নূরুল হককে ১ লাখ টাকা জরিমানা ও অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ১০ হাজার সিএফটি বালু জব্দ করেন। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com