সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামের আব্দুল আওয়ালের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ জাবেদ মিয়াকে (২৬) ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে লাখাই থানার অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ জাবেদ মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার মাদক ব্যবসায়ী জাবেদ মিয়া তার দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তিনি আরও বলেন লাখাই উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com