স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ৪ জুয়াড়িকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল রিছিল এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার চারগাঁও গ্রামের মন্নান মিয়ার পুত্র দুলাল মিয়া (২৩), একই গ্রামের সঞ্জব উল্লার পুত্র নূরুল হক (২৫), একই গ্রামের রহমত আলীর পুত্র নিজাম উদ্দিন (২২) ও একই গ্রামের রজব আলীর পুত্র দুলাল মিয়া (২২)। বাহুবল মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সকালে দন্ডপ্রাপ্তদের চারগাঁও গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com