এসএম সুরুজ আলী ॥ গুণী আলোকচিত্র শিল্পী হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০১৮ পেয়েছেন ডাঃ এস.এস. আল-আমিন সুমন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ অতিথিবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডা: এস.এস. আল-আমিন সুমন সবার কাছে ডা: সুমন নামেই পরিচিত। তিনি ১৫ বছর ধরে দন্তরোগ বিশেষজ্ঞ হিসেবে হবিগঞ্জে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফটোগ্রাফি তাঁর নেশা। বিগত ১২ বছর ধরে ফটোগ্রাফির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। ছবির মাধ্যমে তিনি দেশের প্রাণ-প্রকৃতি, জীব-বৈচিত্র তুলে আনেন। তিনি মনে করেন ফটোগ্রাফির মাধ্যমে সমাজকে বদলানো সম্ভব। মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব। ফটোগ্রাফির মাধ্যমে সমাজের যে কোন চিত্র সহজেই উপস্থাপন করা সহজ বলে তিনি বিশ্বাস করেন। তাই তার ছবিগুলো জীবন্ত মনে হয়। বিগত এক যুগেরও বেশী সময় ধরে দেশী-বিদেশী অনেক চিত্র প্রদর্শনীতে তার তোলা ছবি স্থান পেয়েছে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রদর্শনীতে তিনি ১ম ও ২য় স্থান অধিকার করেছেন একাধিকবার। এছাড়াও বেশ কয়েকটি চিত্র প্রদর্শনীর আয়োজকের মূল ভুমিকা পালন করেছেন। বর্তমানে তিনি “পাখির চোখে হবিগঞ্জ” শীর্ষক একটি বিষয় নিয়ে কাজ করছেন। বিশ্বের অন্যতম অনলাইন ভিত্তিক জনপ্রিয় ফটোগ্রাফি গ্রুপ “শখের ছবিয়াল” এর মূল সমন্বয়কারী ও এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও হবিগঞ্জকে ফটোগ্রাফিতে এগিয়ে নেবার জন্য “ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ” নামক একটি সংগঠন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করছেন। এই সংগঠনে স্বনামে খ্যাত অনেক ফটোগ্রাফার যুক্ত রয়েছেন। এছাড়াও ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের পক্ষ থেকে তরুণদের ফটোগ্রাফিতে উৎসাহ দেয়া হয়। তিনি রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও একজন সমাজকর্মী এবং সংগঠক হিসেবে রয়েছে তার বেশ পরিচিতি। ডাঃ সুমনের পিতা হবিগঞ্জের স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী এবং মাতা বিশিষ্ট লেখিকা ও সমাজ সেবক রোটারিয়ান তাহমিনা বেগম গিনি। স্ত্রী ডা: রোজিনা রহমান একজন স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ এবং শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত। ডা: সুমন দম্পতির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। ডা: সুমনের কাছে ফটোগ্রাফি হচ্ছে সম্মান ও ভালবাসার জায়গা।