স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল পশ্চিমপাড়া গ্রাম থেকে সালেহা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে। তিনি ওই গ্রামের কালা মিয়ার স্ত্রী। দুপুরে ঘরের তীরের সাথে সালেহার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন সদর থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার মর্গে প্রেরণ করে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর মৃত্যুর কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com